ফ্রেশ প্রকৌশলীদের জব অরিয়েনটেশন, ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশীপ এবং সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং


ফ্রেশ প্রকৌশলীদের জব অরিয়েনটেশন, ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশীপ এবং

সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং

সুধী,

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর জব কমিটির উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর ২০১৪ইং, শনিবার, সন্ধ্যা :৩০ মিনিট আইইবি সেমিনার হলে (দ্বিতীয় তলা) নতুন প্রকৌশলীদের জব অরিয়েনটেশন, ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশীপ এবং ইর্ন্টানশীপ সমাপ্তকারীদের সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আইইবির প্রেসিডেন্ট, অধ্যাপক . প্রকৌশলী এম. শামীম-উজ-জামান বসুনিয়া, পিইঞ্জ. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রকৌশলী মো. আব্দুর রউফ, ভাইস- প্রেসিডেন্ট (প্রশাসন অর্থ), প্রকৌশলী মেসবাহুর রহমান টুটুল, ভাইস-প্রেসিডেন্ট (একা. এন্ড আন্ত.), প্রকৌশলী মো. আব্দুস সাবুর,  ভাইস-প্রেসিডে্ট (এস এন্ড ডব্লিউ) প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইইবির ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) এবং জব কমিটির চেয়ারম্যান, প্রকৌশলী খান মনজুর মোরসেদ।

 

উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

 

প্রকৌশলী  শেখ আল আমিন

সহকারি সম্মানী সাধারণ সম্পাদক (এস এন্ড ডব্লিউ), আইইবি

সদস্য সচিব, জব কমিটি

কর্মসূচী

০৫.৩০-০৬.১৫        উদ্বোধনী অনুষ্ঠান

০৬.১৬-০৬.৪৫ ঃ    সার্টিফিকেট এ্যাওয়াডিং

                                    সেল আইইবি যৌথভাবে সিভিল প্রকৌশলীদের  

                                    সম্পাদিত ইন্টার্নশীপ এর সার্টিফিকেট প্রদান

০৬.৪৬-০৮.০০       ফ্রেশ প্রকৌশলীদের জব অরিয়েনটেশন

০৮.০০-০৮.৩০        ফ্রেশ প্রকৌশলীদের ইন্ডাষ্ট্রিয়াল ইন্টার্নশীপের জন্য   গ্রুপ প্রস্তুত করণ

 ০৮.৩১-০৮.৪৫         সমাপনী বক্তব্য, নাস্তা এবং সমাপ্তি ঘোষনা