বিশেষ সম্মাননা প্রদানের জন্য মনোনয়ন আহ্বান



আইইবি’র ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে
কৃতিমান প্রকৌশলীবৃন্দের বিশেষ সম্বর্ধনা প্রদান



মনোনয়ন প্রদানের জন্য নির্ধারিত Criterion
১.    প্রার্থীকে অবশ্যই আইইবি’র সদস্য হতে হবে।
২.    নিজস্ব কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খ্যাতনামা প্রকৌশলী হিসাবে পরিচিতি থাকতে হবে।
৩.    প্রকৌশল পেশার উন্নয়ন ও উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদান থাকতে হবে।
৪.    আইইবি’র মান মর্যাদা বৃদ্ধি ও আইইবি’র কর্মকান্ডে সম্পৃক্ত থাকা, প্রকৌশলীদের বিভিন্ন সমস্যার সমাধানে, জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা, সামাজিক কর্মকান্ডে উল্লেখযোগ্য ভূমিকা এবং সর্বোপরি আইইবি’র উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান থাকতে হবে।
৫.    সার্চ এন্ড এ্যাওয়ার্ড কমিটি কর্তৃক Education, Professional development, Entrepreneurship development ও Social Welfare  সেক্টরভিত্তিক খ্যাতিমান প্রকৌশলীদের তালিকা তৈরী করা হবে।
৬.    আইইবি’র ৩ জন কর্পোরেট সদস্য (যাদের  মধ্যে কমপক্ষে ২ জন ফেলো) কর্তৃক মনোনীত প্রার্থীর জীবনবৃত্তান্ত ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান বরাবর ৩০/০৪/১৫ খ্রিঃ এর মধ্যে প্রেরণ করতে হবে।
৭.    জাতীয়ভাবে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান বা ভূমিকা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে।

প্রকৌশলী এ. কে. এম. শরিফুল ইসলাম (শরিফ), পিইঞ্জ, এফ/৫০৩০
সম্মানী সম্পাদক
ঢাকা কেন্দ্র, আইইবি